<p>বর্ডার গার্ড বাংলাদেশ অধীনস্থ বিজিবি-১৯ ব্যাটালিয়নের অভিযানে সিলেট সীমান্ত এলাকা থেকে অর্ধকোটি টাকা মূল্যের বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার সিলেট জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।</p> <p>এগুলোর মধ্যে রয়েছে গরু, মহিষ, চা, চিনি, চা পাতা, মদ, বিয়ারসহ বিভিন্ন পণ্য।</p> <p>বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২৫০ পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম, ৪টি গরু ও ২০০ কেজি চিনি জব্দ করা হয়। জব্দকৃত এই পণ্যগুলোর বাজার মূল্য প্রায় ৩৭ লাখ ৪২ হাজার টাকা। এর আগে সোমবার জৈন্তাপুর, সুরইঘাট, লোভাছড়া ও ডোনা বিওপির বিজিবি সদস্যরা জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় মদ, ২৫ ক্যান বিয়ার, ৯টি গরু ও মহিষ, ৫৮৫ কেজি চা পাতা ও ৪০০ কেজি চিনি জব্দ করে। জব্দকৃত ভারতীয় পণ্য ও পশুর মূল্য ১১ লাখ ২০ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি। দুই দিনের অভিযানে জব্দ কৃত পণ্যের মোট মূল্য ৪৮ লাখ ৪২ হাজার ৭৫০ টাকা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সিলেটে র‌্যাবের হাতে গ্রেপ্তার যুবলীগের ২ নেতা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731688366-9214f46bf66dd01dfa6748121ca8426b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সিলেটে র‌্যাবের হাতে গ্রেপ্তার যুবলীগের ২ নেতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/15/1447013" target="_blank"> </a></div> </div> <p>বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী, পিএসসি এসব তথ্য নিশ্চিত করেছেন।</p>