<p>নারায়ণগঞ্জ কারাগারে বন্দি জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদিরকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী একদিনের রিমান্ড মঞ্জুর করেন।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বদিউজ্জামান হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হায়দার আলীর আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট একদিনের রিমান্ড মঞ্জুর করেন।</p> <p>১০ নভেম্বর সকালে শহরের পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আবদুল কাদিরকে গ্রেপ্তার করে পুলিশ। আবদুল কাদির নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ভগ্নিপতি।</p> <p>নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বদিউজ্জামান নিহতের ঘটনায় তার স্ত্রী আদুরী খাতুন বাদী হয়ে ২০ সেপ্টেম্বর সদর মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো অনেকের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় আবদুল কাদিরকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত।</p>