<p>আগামী বছর বিভিন্ন সরকারি ছুটি উপলক্ষে দেশের ব্যাংকগুলো মোট ২৭ দিন বন্ধ থাকবে। তবে এই ২৭ দিনের মধ্যে আট দিন শুক্রবার ও শনিবার। সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে ব্যাংকগুলোর জন্য আগামী বছরের ছুটির এই তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক।</p> <p>গত রবিবার ছুটির এই তালিকা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। চলতি বছর ব্যাংকে ছুটি ছিল মোট ২৪ দিন।</p> <p>বাংলাদেশ ব্যাংকের তালিকা অনুযায়ী, আগামী বছর প্রথম সরকারি ছুটি থাকবে শবেবরাতে। </p> <p>গত বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে ১৭ মার্চ ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট ছুটি ছিল। এসব ছুটি সরকারের নির্বাহী আদেশে সম্প্রতি বাতিল করা হয়েছে।</p> <p>সরকারি যেসব ছুটি রবিবার ও বৃহস্পতিবার পড়েছে, তার সঙ্গে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিন ছুটি ভোগ করতে পারবেন ব্যাংকাররা। সেই হিসাবে ব্যাংকাররা আগামী বছর টানা তিন দিনের ছুটি পাবেন মে দিবস, বুদ্ধপূর্ণিমা, আশুরা ও বড়দিনের ছুটি কেন্দ্র করে। আর দুর্গাপূজাকে কেন্দ্র করেও চার দিনের লম্বা ছুটি পাবেন তারা।</p>