<p style="text-align:justify">কর্মসংস্থান ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে সিলেট, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তাদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) সিলেটের হোটেল নূরজাহান গ্র্যান্ডে এই সভা অনুষ্ঠিত হয়।</p> <p style="text-align:justify">সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান মুহাম্মদ মাসুদুর রহমান।</p> <p style="text-align:justify">এসময় উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মনোজ রায়, ঋণ আদায় বিভাগের বিভাগীয় প্রধান মো. মোমতাজ উদ্দিন, বোর্ড সচিব মো. ইকবাল হোসেন প্রমুখ।</p> <p style="text-align:justify">সভায় প্রধান অতিথি তার বক্তব্যে পিছিয়েপড়া সকল সূচকে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের মাধ্যমে ব্যাংককে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক উন্নত গ্রাহক সেবা, ঋণপ্রবাহ বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণের আদায় বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নতকরণ, কর্মদক্ষতার উন্নয়নের মাধ্যমে ১০০ দিনের কর্মসূচি সফল করার আহ্বান জানান।</p> <p style="text-align:justify">তিনি আরো উল্লেখ করেন, সিলেট অঞ্চল হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের অঞ্চল। এই পূন্যভূমির পিছিয়েপড়া যুবকরা কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে দেশের উন্নতিতে অবদান রাখবেন।</p>