<p>রাজবাড়ীতে তানভীর শেখ (২২) নামের ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।</p> <p>গ্রেপ্তারকৃতরা হলেন জেলা শহরের বিনোদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে কাজল (২১) এবং নতুন বাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ (৩০)।</p> <p>এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফাঁড়িসংলগ্ন চৌরাস্তার বাঁশতলায় তানভীরের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>তানভীর জেলা শহরের বিনোদপুর গ্রামের বাবু সিকদারের ছেলে এবং রাজবাড়ীর পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731495519-938ee0d46f06cf09f32bd6c7f54cb7c4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/13/1446197" target="_blank"> </a></div> </div> <p>অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব জানান, এ ঘটনায় বুধবার তানভীরের মামা আলম শেখ বাদী হয়েছে ৯ জনকে চিহ্নিত করে এবং অজ্ঞাতপরিচয় ৮-১০ জনকে আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।</p> <p>তানভীরের ভাই আকাশ শেখ জানান, ছাত্রলীগ করলেও তানভীর রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। কয়েক দিন পূর্বে জেলা শহরের কতিপয় ব্যক্তির সঙ্গে বিরোধ হয় তানভীরের। ওই বিরোধের জের ধরে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তানভীরের ওপর হামলা চালায়। এতে তার পেটের আংশিক নাড়ি বাইরে বের হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এবার দুই ট্রলারসহ ৬ বাংলাদেশিকে নিয়ে গেল আরাকান আর্মি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731500902-816b201fe3b6bc056a67071d36ecf801.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এবার দুই ট্রলারসহ ৬ বাংলাদেশিকে নিয়ে গেল আরাকান আর্মি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/13/1446229" target="_blank"> </a></div> </div> <p>রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ঘাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের পর বুধবার বিকেলে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।</p>