<p>চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানসিক ভারসাম্যহীন জামাই টুটুল ইসলামের হামলায় শাশুড়ি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর এলাকায় এ ঘটনা ঘটে। </p> <p>পুলিশ জানায়, মানসিক রোগী জামাইয়ের বাড়িতে বেড়াতে গিয়ে দেশীয় অস্ত্রের (শাবল) আঘাতে ঘটনাস্থলেই শাশুড়ির মৃত্যু হয়। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার সাদিকুল ইসলামের ছেলে টুটুল ইসলাম। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টাকা পাচার মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফালু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731571962-6819435b41adc7b73173d216a80f4259.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টাকা পাচার মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফালু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/11/14/1446532" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় বাসিন্দা শওকত আলী জানান, টুটুল দীর্ঘদিন পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে তিন মাস আগে বাড়িতে আসেন। এখনো নিয়মিত মানসিক রোগের ওষুধ খায় সে। </p> <p>শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, মিরাটুলি বাবুপুর গ্রামের মৃত শফিকুল আলমের স্ত্রী সাকিনা বুধবার রাতে জামাই টুটুলের বাড়িতে বেড়াতে যান। রাতের খাবার খাওয়া শেষে সাকিনা একটি ঘরে ঘুমিয়ে পড়েন। পাশের রুম থেকে মানসিক ভারসাম্যহীন জামাই টুটুল তার শাশুড়ির ঘরে প্রবেশ করে এবং তার শাশুড়িকে শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। </p> <p>স্বজনদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার আগে শাশুড়ি সাকিনা ঘটনাস্থলেই মারা যান। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রামপুরায় বাউন্ডারির দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731570067-a482e7d11ed6d8b1ec97321a2725c50c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রামপুরায় বাউন্ডারির দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/14/1446526" target="_blank"> </a></div> </div> <p>ওসি আরো জানান, এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।</p>