<p style="text-align:justify">বরগুনার বেতাগী পৌর শহরের সরকারি কলেজ এলাকায় পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে আতাউর রহমান নামের এক যুবকের বিরুদ্ধে। পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতারণার শিকার ক্ষুদ্র ব্যবসায়ীরা হতাশা ও দুশ্চিন্তায়। </p> <p style="text-align:justify">ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেতাগী পৌরসভার সরকারি কলেজ এলাকা, বাসস্ট্যান্ড এলাকা এবং থানা চত্বর এলাকার সামনে স্থানীয় দোকানদার নিকট পুলিশ পরিচয় দেয় আতাউর রহমান। সে জানায়, তার বাড়ি ঝিনাইদহে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিযুক্ত ছিলেন। গত ৩ অক্টোবর বেতাগী থানায় যোগদান করেন। এসব ভুয়া তথ্য দিয়ে স্থানীয় দোকানদারদের থেকে নগদ টাকা এবং মালামাল পালিয়ে যায়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730872217-0977ae705bfe4ad5b5a3e04d2217cde5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/06/1443390" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">পরে রাত ৮টার দিকে আতাউরের মোবাইল ফোন বন্ধ পেয়ে বেতাগী থানায় যোগাযোগ করে পুলিশ। তার ছবি দেখে পুলিশ নিশ্চিত করে আতাউর পুলিশ সদস্য নন। মিথ্যা পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে।   </p> <p style="text-align:justify">এ বিষয়ে বেতাগী সরকারি কলেজ এলাকার চা বিক্রেতা শান্তি রঞ্জন বেপারী বলেন, বেতাগী থানায় নতুন যোগদান করেছে এবং স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন এমন কথা বলে তার থেকে ২ হাজার ৬০০ টাকা, থানা এলাকার মুদিমনোহরী দোকান পঙ্কোজ রায়ের কাছ থেকে ৩ হাজার টাকা এবং বাসস্ট্যান্ডের কয়েকটি দোকান থেকে ৩ হাজার টাকা,  কারো কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়ার খবর পাওয়া গেছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হত্যা-মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিরাও বিএনপির কমিটিতে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730871665-64beba712fe38df07427d4ef284e4c19.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হত্যা-মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিরাও বিএনপির কমিটিতে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/06/1443388" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">রঞ্জন বেপারি বলেন, পুলিশের পরিচয় দেওয়াতে আমি সম্মানের সহিত ভালো ব্যবহার করি। আমার সামান্য চায়ের দোকান থেকে উপার্জন কম। বেতাগী থানায় নতুন যোগদান করেছে— এই কথা বলে আমার কাছ থেকে ২ হাজার টাকা এবং ৬০০ টাকার বিভিন্ন পণ্য নিয়েছে। এভাবে প্রতারণা করে টাকা নিয়ে যাওয়া বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছে।</p> <p style="text-align:justify">বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরামুল হক বলেন, পুলিশের ভুয়া পরিচয়ধারী আতাউর রহমানকে খুঁজে বের করতে থানা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।</p>