<p style="text-align:justify">চট্টগ্রামের মীরসরাই ও ফেনীর ছাগলনাইয়া হয়ে বয়ে যাওয়া ফেনী নদীর পানিপ্রবাহ বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এতে পানিতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। গতকাল বুধবার দিবাগত রাত থেকে স্থানীয় স্বেচ্ছাসেবীরা নিজেদের উদ্যোগে বন্যাকবলিত মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।</p> <p style="text-align:justify">জানা গেছে, মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার, অলিনগর গ্রাম, হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর, পূর্ব আজবনগর ও খিলমুরালী, ধূম ইউনিয়নের শুক্রবারইয়াহাট, মিনানাজারসহ বেশ কয়েকটি গ্রামের বাড়ি-ঘর ডুবে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গতকাল বুধবার দিবাগত মধ্যরাত থেকে এলাকার স্বেচ্ছাসেবকরা বোট দিয়ে কিছু কিছু এলাকার মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে।</p> <p style="text-align:justify">সংগীতশিল্পী ও স্বেচ্ছাসেবক মহিবুল আলম আরিফ কালের কণ্ঠকে জানান, পশ্চিম জোয়ার ও আজমনগর গ্রামের পানিবন্দি মানুষকে নিরাপদে সরিয়ে নিতে মহামায়া লেক থেকে বোট নিয়ে যাওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">উপজেলার ধূম ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মেজবা মানিক জানান, এলাকার শুক্রবারইয়াহাট ও মিনাবাজার এলাকা বেশি প্লাবিত হয়েছে। এখানে আমরা নিজেদের উদ্যোগে দুটি আশ্রয়কেন্দ্র চালু করেছি। আশ্রয়কেন্দ্রে আসা মানুষদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে।</p> <p style="text-align:justify">মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন জানান, প্লাবিত এলাকায় একাধিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ফায়ার সার্ভিস ও এলাকার তরুণ স্বেচ্ছাসেবকরা বন্যাকবলিত মানুষদের উদ্ধারে কাজ করছেন।</p>