<p>নরসিংদীর রায়পুরায় অবৈধভাবে বালু তোলার দায়ে এলাকাবাসীর হাতে আটক একটি ড্রেজার উদ্ধারে এসে এলাকাবাসীর ওপর গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মির্জাচর ইউনিয়নের শান্তিপুর মেঘনাপার এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে পাঁচটি স্পিডবোটে করে আগ্নেয়াস্ত্র নিয়ে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী আসে। মেঘনাপারের কাছাকাছি অবস্থান নিয়ে স্পিডবোট থেকে গুলি ছোড়ে তারা। দুই ঘণ্টাব্যাপী চলে উত্তেজনা। ওই সময় আটক করা ড্রেজারটি ছিনিয়ে নিতে এলে এলাকাবাসী লাঠি নিয়ে সন্ত্রাসীদের তাড়া করে। পরে ঘটনাস্থল ত্যাগ করে তারা। এ সময় সন্ত্রাসীদের হামলার জবাবে ক্ষুব্ধ জনতা ড্রেজারটিতে আগুন ধরিয়ে দেয়।</p> <p>মির্জাচর ইউপি সদস্য শাহ আলম জানান, চার মাস ধরে একটি পক্ষ অবাধে বালু উত্তোলন করে আসছিল। এতে মির্জাচরের শান্তিপুরসহ আশপাশের জমি বিলীন হয়ে যাচ্ছে। গতকাল স্থানীয় লোকজন ড্রেজার আটক করে। সেই ড্রেজার উদ্ধার করতে এসে এলাকাবাসীর ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। বালু তোলার কারণে জমি, সরকারি অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ কবরস্থানে ভাঙন দেখা দিয়েছে।</p> <p>রায়পুরা উপজেলা সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘গোলাগুলির ঘটনা শুনিনি।</p> <p> </p> <p> </p>