<p>শেরপুরে নালিতাবাড়ী সীমান্তের মধুটিলা ইকোপার্কের বাতকুচি টিলাপাড়া এলাকায় খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। ধানক্ষেত রক্ষায় কৃষকদের পাতা বিদ্যুতের ফাঁদে বিদ্যুতায়িত হয়ে হাতিটি মারা গেছে বলে জানিয়েছে বন বিভাগ ও স্থানীয় এলাকাবাসী।  গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একটি জেনারেটর জব্দ এবং শহীদুল ইসলাম (৪৫) নামের একজনকে আটক করেছে বন বিভাগ।</p> <p>বন বিভাগ সূত্রে জানা যায়, বৈদ্যুতিক ফাঁদেই হাতিটির মৃত্যু হয়েছে। এটি একটি মাদি হাতি, বয়স আনুমানিক ১০-১২ বছর হবে। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে মৃত হাতিটির হৃৎপিণ্ড, ফুসফুস এবং গুরুত্বপূর্ণ কিছু অংশ ফরেনসিক পরীক্ষার জন্য সংরক্ষণ করে ঘটনাস্থলেই হাতিটির মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।</p> <p>শেরপুর জেলার সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান জানান, এর সঙ্গে জড়িত সন্দেহে আরো ১০-১২ জনের নামে বন্য প্রাণী সংরক্ষণ আইনে শেরপুর আদালতে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।</p> <p> </p>