<p>আগামী শুক্রবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে গণ অধিকার পরিষদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন নুরুল হক নুর, রাশেদ খানসহ অন্য নেতারা। একই দিন বিকেলে জাতীয় পার্টি সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করবে।</p> <p>একই দিনে দুই দলের কর্মসূচি ঘিরে নগরজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। দুই পক্ষের মধ্যে এদিন অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছে নগরবাসী।</p> <p>গত শনিবার রংপুরে লাঠি মিছিল ও বিক্ষোভ সমাবেশে করে জাতীয় পার্টি। এদিন বিক্ষোভ সমাবেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘ভিপি নুরের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গোটা দেশে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আমরা ইসরায়েলের টাকায় চলা গণ অধিকার পরিষদকে হিসাব করি না। কিন্তু জাতীয় পার্টির বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত রয়েছি।’</p> <p>রাজধানীতে কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাসহ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সারা দেশে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সমাবেশের কর্মসূচি ঘোষণা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রংপুরে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।</p> <p>পার্টির রংপুর মহানগর ও জেলা নেতারা ছাড়াও মহানগরের ৩৩টি ওয়ার্ড এবং আট উপজেলা কমিটির সব নেতা উপস্থিত থাকবেন। পাশাপাশি পার্টির মহানগর ও জেলার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকদের উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।</p> <p>কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক রসিক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘শুক্রবার আমরা দলীয় কার্যালয়ের সামনে যৌথ কর্মিসভা করব। এরপর অবস্থান কর্মসূচি পালন করব।’</p> <p>গণ অধিকার পরিষদের সমাবেশ প্রসঙ্গে মোস্তফা বলেন, ‘কে কোথায় কী করল এটি আমাদের দেখার বিষয় নয়। আমরা আমাদের কর্মসূচি পালন করব। এ জন্য পার্টির নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’</p> <p> </p>