<p>বসুন্ধরা শুভসংঘের সদস্যরা পলিথিনমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। গতকাল বুধবার নাটোর ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আয়োজিত কর্মসূচিতে এই প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। প্রতিনিধিদের পাঠানো খবর :</p> <p><img alt="পলিথিনমুক্ত দেশ গড়ার প্রত্যয় বসুন্ধরা শুভসংঘের সদস্যদের" height="55" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/19-10-2024/Rif/19-10-2024-p4-4.jpg" style="float:left" width="300" />নাটোর : বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার চকবৈদ্যনাথ এলাকায় অবস্থিত স্বপ্নকলি স্কুলের শিশুদের নিয়ে পলিথিনের ব্যবহার বন্ধে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আয়োজন করা হয়। এ সময় ১৩০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে পলিথিনের ব্যবহার বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সৈকত।</p> <p>সংগঠনের সাধারণ সম্পাদক সুষ্ময় দাস বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ওপর প্রভাব পড়ছে, তা আমরা বুঝতে পারছি। সে জন্য পরিবেশ রক্ষা করা ছাড়া আমাদের বিকল্প নেই।’</p> <p>এ সময় আসলাম আলী সরদার, মোছা. রাশেদা খাতুন, শিশির কুমার দাস, মোছা. বর্ষা খাতুন, মোছা. ফাতেমা খাতুন, মোছা. আরবী খাতুন, সানজিলা রহমান তটিনী, মুহছানিন ইসলাম মোহন প্রমুখ উপস্থিত ছিলেন।</p> <p>চন্দনাইশ  (চট্টগ্রাম) : বসুন্ধরা শুভসংঘ চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পলিথিনের ব্যবহার বন্ধে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। কর্মশালা শেষে শিক্ষার্থীরা জানায়, পলিথিন কিভাবে পরিবেশের ক্ষতি করে সেটা তারা জানতে পেরেছে। আজ থেকে পলিথিন ব্যবহারে নিজেরা যেমন সচেতন হবে, তেমনি পরিবারের সদস্যদেরও সচেতন করবে। এ সময় তারা বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানায়। কর্মশালায় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের বন্ধু মো. মারুফ, মো. এসপি সাকিব, মো. আরিফ, মো. শওকত উদ্দীন, মো. চৌধুরী সাইফুল, সুজন পাল, মো. ইমন, মো. ফরহাদ রাফি প্রমুখ।</p> <p>ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. শাহজাহান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ছাত্ররা আজ পলিথিন ব্যবহারে পরিবেশের কী ধরনের ক্ষতি হয় সেটি সম্পর্কে জেনেছে। আশা করি, শুভসংঘ পরবর্তী সময়ে তাদের এই ভালো কাজের ধারা অব্যাহত রাখবে।’</p> <p> </p>