<p>পদ্মা নদীতে মাছ ধরার জালে উঠে এসেছে একটি বাচ্চা কুমির। জালে কুমির দেখে জেলেসহ আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বাচ্চা কুমিরটিতে তীরে আনা হলে স্থানীয়রা পিটিয়ে হত্যা করে বলে জানা গেছে।</p> <p>বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে রাজবাড়ীর সদর উপজেলার অন্তর মোড় এলাকার পদ্মা নদীতে ধরা পড়ে কুমিরটি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলে সালাম তালুকদার। তিনি পাবনার ঢালারচর এলাকার হাবিবুর রহমান তালুকদারের ছেলে।</p> <p>জেলে সালাম তালুকদার বলেন, ‘জাল টানার পর মনে করেছিলাম বড় কোনো মাছ ধরা পড়েছে। কিন্তু পরে দেখি কুমিরের বাচ্চা।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নির্ধারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, পাচ্ছে আইনি কাঠামো" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730973105-0ef085cb5a660a1f90744c90fd2cd34f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নির্ধারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, পাচ্ছে আইনি কাঠামো</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/07/1443861" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয়রা জানিয়েছে, কুমিরটিকে তীরে নিয়ে এলে একনজর দেখতে ভিড় করে স্থানীয়রা। তবে জাল থেকে ছাড়ানোর পরপরই কয়েকজন যুবক লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে কুমিরের বাচ্চাটিকে হত্যা করে। পরে তারা নদীতে ফেলে দেয়।</p> <p>পদ্মা নদীতে কুমিরের উপস্থিতি জেলেদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জেলে সালাম।</p>