<p style="text-align:justify">কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাছ ধরার সময় নৌকাসহ ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ২০ জেলেকে তিন দিন পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে বিজিবির কাছে এসব জেলেদের হস্তান্তর করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। </p> <p style="text-align:justify">বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেলেদের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে আনা হয়েছে। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন। </p> <p style="text-align:justify">এর আগে গত মঙ্গলবার বিকালে টেকনাফে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনাসংলগ্ন নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে এসব জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।</p> <p style="text-align:justify">বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, বিজিবির প্রচেষ্টা ও আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগের মাধ্যমে জেলেদের ফেরত আনা হলো। </p> <p style="text-align:justify">তিনি জানান, জেলেদের নিকটতম আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।</p>