<p>কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর)  রশিদনগর ইউনিয়নের কাহাতিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।</p> <p>নিহতরা হলেন মোহাম্মদ হোসেনের ছেলে ওয়াহেদ এবং আবদুল মজিদের ছেলে মোহাম্মদ হাসান। তারা কাহাতিয়াঘোনা একই এলাকার বাসিন্দা। </p> <p>প্রত্যক্ষদর্শীরা জানায়, ওয়াহেদ ও মোহাম্মদ হাসান ঈদগাঁও বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মাছুয়াখালী এলাকায় রেললাইন পার হতে গিয়ে তাদের মোটরসাইকেলটি ট্রেনের নিচে পড়ে যায়। এতে তারা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাদের শরীর দুই খণ্ড হয়ে যায়। </p> <p>এলাকাবাসীর অভিযোগ, মাছুয়াখালী লেভেলক্রসিংয়ে কোনা রেলগেট বা দায়িত্বপ্রাপ্ত ওয়াচম্যান নেই। ফলে স্থানীয়রা প্রতিনিয়তই ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এই সড়কে বারবার দুর্ঘটনার শিকার হয়ে মারা যাচ্ছে স্থানীয়রা জনগণ। </p> <p>স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসীর মতে, লেভেলক্রসিংয়ে নিরাপত্তাব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো যেত।</p> <p>প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় কোনো সতর্কসংকেত বা বেল বাজানো হয়নি। এ কারণে তারা আরো অসচেতন অবস্থায় রেললাইন পার হচ্ছিলেন।</p> <p>রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, ‘অসাবধানতাবশত মোটরসাইকেলটি রেললাইনে উঠে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় জনসাধারণকে আরো সচেতন হয়ে রেললাইন পার হতে হবে।’</p>