<p style="text-align:justify">ইতিহাস গড়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কীর্তি গড়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন রিপাবলিকান পার্টির এই প্রার্থী। বিশেষ করে, সাতটি কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।</p> <p style="text-align:justify">নির্বাচনের জয় নিশ্চিতের পর বুধবার (৬ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্প তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কথাও বলেছেন। তিনি বলেছেন, ‘আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন করব।’</p> <p style="text-align:justify">ডোনাল্ড ট্রাম্প যে সাতটি প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো জেনে নেওয়া যাক-</p> <p style="text-align:justify"><strong>অবৈধ অভিবাসী</strong></p> <p style="text-align:justify">ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় বারবার উঠে এসেছে অভিবাসী ইস্যু। অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরির যে কাজ শুরু হয়েছিল, সেটি সম্পন্ন করার কথা বলেছেন তিনি।</p> <p style="text-align:justify"><strong>অর্থনীতি</strong></p> <p style="text-align:justify">নির্বাচন চলাকালে যুক্তরাষ্ট্রে আলোচনায় ছিল অর্থনীতি। প্রচারণায় মূল্যস্ফীতি রুখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে কর কমানোর কথাও বলেছেন তিনি। বাণিজ্য ঘাটতি কমাতে বিদেশি পণ্যের ওপর নতুন করে অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করতে চান তিনি। চীনা পণ্যের ক্ষেত্রে এই অতিরিক্ত শুল্কের পরিমাণ করতে চান ৬০ শতাংশ। </p> <p style="text-align:justify"><strong>জলবায়ুনীতি</strong></p> <p style="text-align:justify">ট্রাম্পের প্রথম মেয়াদে প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। পরিবেশ সুরক্ষা সংক্রান্ত আইনও বাতিল করা হয়। যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পকে সহায়তার জন্য ট্রাম্প এবারও জলবায়ু নীতিতে কাটছাঁটের প্রতিশ্রুতি দিয়েছেন।  এ ছাড়া দেশে জীবাশ্ম জ্বালানির উত্তোলনও বাড়াতে চান তিনি।</p> <p style="text-align:justify"><strong>ইউক্রেনযুদ্ধ</strong></p> <p style="text-align:justify">ক্ষমতায় গেলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করার কথা বলেছেন ট্রাম্প। নির্বাচিত হওয়ার এই বিষয়টি নিয়ে তিনি কী করেন সেটি এখন দেখার বিষয়।</p> <p style="text-align:justify">নিজেকে ইসরায়েলের একজন কড়া সমর্থক হিসেবে ঘোষণা করেছেন ট্রাম্প। ইসরায়েলি সরকারকে যুদ্ধ থামানোর আহ্বানও জানিয়েছেন তিনি। পাশাপাশি লেবাননের যুদ্ধ থামানোর পক্ষেও ট্রাম্প।</p> <p style="text-align:justify"><strong>গর্ভপাত</strong></p> <p style="text-align:justify">ক্ষমতায় এলে গর্ভপাতের অধিকার রদসংক্রান্ত আইনে স্বাক্ষর করবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২২ সালে গর্ভপাতের সাংবিধানিক অধিকারকে খারিজ করেছিলেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের রক্ষণশীল বিচারপতিদের অধিকাংশ ওই রায়ের পক্ষে ছিলেন।</p> <p style="text-align:justify"><strong>৬ জানুয়ারির দাঙ্গাকারীদের ক্ষমা</strong></p> <p style="text-align:justify">২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরেছিলেন ট্রাম্প। সেই নির্বাচনের ফলকে প্রত্যাখ্যান করেছিলেন। ফল পাল্টানোর দাবিতে তার সমর্থকরা ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলা চালায়। এতে কয়েকজন নিহত হন।</p> <p style="text-align:justify">ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি সমর্থকদের উসকানি দিয়েছিলেন। সে সময় সমর্থকদের অনেককে দাঙ্গার অভিযোগে রাজনৈতিক বন্দি করা হয়। ক্ষমতায় গেলে তাদের কয়েকজনকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।</p> <p style="text-align:justify"><strong>জ্যাক স্মিথকে চাকরিচ্যুত করা</strong></p> <p style="text-align:justify">ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলার তদন্ত করছেন মার্কিন স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ। ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে দাঙ্গায় উসকানি দেওয়া ও সরকারি গোপন নথি সরানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দুটি করা হয়েছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। ক্ষমতায় এলে জ্যাককে চাকরিচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।</p>