<p>চাঁদপুরের হাজীগঞ্জে জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে হারুনুর রশিদ নামের এক ব্যক্তি আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বৃহস্পতিবার (৭ নভেম্বর) তাকে আটক করা হয়।</p> <p>রশিদের বিরুদ্ধে অভিযোগ, হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় সরকারি জায়গায় দখলে নিয়ে অবৈধ স্থাপনা গড়ে তুলেন রশিদ। সেখানে ২৬টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ আরো বেশ কিছু স্থাপনা গড়ে তোলেন তিনি। শুধু তা-ই নয়, এসব স্থাপনা টিকিয়ে রাখতে জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে চাঁদাবাজিও করেন রশিদ।</p> <p>চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, তার কাছে উপর্যুক্ত বিষয় নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ দেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা। তার নামে যে চাঁদাবাজি হচ্ছে। মুঠোফোনের সেই কল রেকর্ড হাতে পেয়েছেন বলে জানান জেলা প্রশাসক। </p> <p>হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান সেনাবাহিনী ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে টোরাগড় এলাকার মমিন সড়কের পাশে সরকারি জায়গা থেকে ২৬টি অবৈধ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন। পরে গুঁড়িয়ে দেওয়া স্থাপনাগুলো নিলামে তুলে তিন লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়।</p> <p>অবৈধ দখল ও স্থাপনাগুলো তুলতে জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে চাঁদাবাজির প্রমাণ পাওয়ায় রশিদকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।</p> <p>জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, এমন অভিযান শুধু হাজীগঞ্জেই নয়, সারা জেলার কোথাও পাওয়া মাত্র তাৎক্ষণিক ব্যবস্থা নেবে প্রশাসন। নতুন করে কাউকে কোনোভাবে অনৈতিক সুবিধা দেওয়া হবে না।</p>