<p>স্থানীয় সরকার ও ভূমি উপদেষ্টা এম হাসান আরিফ বলেছেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।</p> <p>গতকাল বুধবার সকালে চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নিয়ে এম হাসান আরিফ এ কথা বলেন।</p> <p>ভূমি উপদেষ্টা বলেন, কোনো ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ড করলে, এর জন্য সে ব্যক্তিই দায়ী হবেন। তার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় পরিচয় বা অন্য কিছুই সামনে আসবে না। আইন অনুযায়ী তার যে সাজা হাওয়া দরকার তাকে সেটা পেতে হবে। আবার কোনো অপরাধীর জন্য কোনো সংগঠন বা কোনো দল কিংবা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে আঙুল দেখানো ঠিক হবে না। এ সময় উপদেষ্টা চিন্ময় কৃষ্ণের ব্যাপারে বলেন, যে সংগঠনের সঙ্গে তার (চিন্ময় কৃষ্ণ) সম্পৃক্ততার কথা বলা হয়েছে, সে সংগঠন তাকে অস্বীকার করেছে। তারা এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছে। ঢাকায় তাদের সংগঠনের প্রধানদের সঙ্গে আমার মতবিনিময়ও হয়েছে।</p> <p>উপদেষ্টা বলেন, দোষীদের বিচার নিশ্চিত করবে সরকার। কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় সম্প্রীতি রক্ষায় সবাইকে সংযত থাকার আহ্বান জানান তিনি।</p> <p> </p> <p> </p>