<p>রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব এবং আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের পৃথক দুই আদালত রিমান্ড শেষে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। এদিন রিমান্ড শেষে কামরুল ইসলাম ও জ্যাকবকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমণ্ডি জোনাল টিমের পুলিশ পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার আসামি কামরুলকে এবং মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার উপপরিদর্শক মামুন মিয়া আসামি জ্যাকবকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে পৃথক দুই আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।</p> <p>এর আগে গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া গত ১ অক্টোবর আবদুল্লাহ আল জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওই দিন হত্যাচেষ্টা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর শামীম হাওলাদার হত্যা মামলায় ২০ নভেম্বর তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।</p> <p>কামরুলের মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।</p>