<p>লেবানন থেকে ষষ্ঠ দফায় ৫২ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে প্রবাসী বাংলাদেশিরা বিমানে করে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে ছয় দফায় ২৬৮ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরো ৫২ বাংলাদেশি প্রবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা গত বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থানরত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি আরবের শহর জেদ্দার উদ্দেশে রওনা হয়েছিলেন।</p> <p> </p>