<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এক হাজর ৭৫৯টি মামলা এবং ৬৫ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানোর সময় এসব মামলা ও জরিমানা করে ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ১৪৪টি গাড়ি ডাম্পিং এবং ৫৩টি গাড়ি রেকার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।</span></span></span></span></p> <p> </p>