<p>রাজধানীর বাড্ডায় চাঞ্চল্যকর জামিল শেখ ও তার মেয়ে নুসরাত জাহানকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি শাহিন মল্লিককে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি থানাধীন ধানমন্ডি লেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p>আসামি শাহিন মল্লিক খুলনার দাকোপ থানার সুতারখালি এলাকার নিজাম উদ্দিন মল্লিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস)  ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।</p> <p>এটিইউ জানায়, অনৈতিক সম্পর্কের জেরে ২০১৭ সালের ২ নভেম্বর আসামি শাহিন মল্লিকের সহায়তায় আরজিনা বেগম তার স্বামী জামিল শেখ ও মেয়ে নুসরাত জাহানকে হত্যা করেন। এ ঘটনায় নিহত জামিলের ভাই শেখ শামীম হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জেলেদের হামলায় পদ্মায় নিখোঁজ এএসআই সদরুলের মরদেহ উদ্ধার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/29/1730202488-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জেলেদের হামলায় পদ্মায় নিখোঁজ এএসআই সদরুলের মরদেহ উদ্ধার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/29/1440469" target="_blank"> </a></div> </div> <p>মামলায় আরজিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক শাহিন মল্লিককে আসামি করা হয়। পরে মামলার  বিচার শেষে ২০২৩ সালের ১৯ জুন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালত আসামিদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। </p> <p>আসামি শাহিন মল্লিক হত্যামামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ০৬ আগস্ট কাশিমপুর কারাগারে হামলা-ভাঙচুর ও বিশৃঙ্খলার প্রেক্ষিতে তিনি জেল থেকে পালিয়ে আত্মগোপন করেন। কারা কর্তৃপক্ষ উক্ত ঘটনায় মামলা দায়ের করেন। এরপর শাহিন মল্লিকের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।</p>