<p>ঘুষ দেওয়ার অভিযোগে ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। এই ঘটনা বাংলাদেশের জন্য লাভজনক হবে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইজাজ হোসেন। গত বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের আদালতের অভিযোগে বলা হয়েছে, সৌরবিদ্যুৎ সরবরাহের একটি লোভনীয় কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন গৌতম আদানি। এ ঘটনায় গত বুধবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।</p> <p>দ্য হিন্দুকে ইজাজ হোসেন বলেন, গৌতম আদানির সঙ্গে থাকা বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি তদন্ত করার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। ঠিক তার পরের দিনই গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ও পরোয়ানার বিষয়টি বাংলাদেশের জন্য লাভজনক হবে। আদানি ও শেখ হাসিনা সরকারের মধ্যে হওয়া জ্বালানি চুক্তি বিতর্কিত ছিল। কারণ এই চুক্তি টেন্ডারের মাধ্যমে হয়নি। তা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার আদানির প্রতি ইতিবাচক পদক্ষেপ ও আলোচনা চালিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছিল, কিন্তু আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষ লেনদেনের অভিযোগের পর আলোচনার জায়গা খুব সম্ভবত কমে যাবে।</p> <p> </p>