<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজকে ঢাবি থেকে অধিভুক্ত বাতিল করে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গতকাল মঙ্গলবার আবারও সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। তাঁরা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গঠনের দাবিতে পাঁচ ঘণ্টা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাখেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজ বুধবার আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়ে রেখেছেন শিক্ষার্থীরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাখায় আজিমপুর থেকে মিরপুর সড়ক, সায়েন্স ল্যাব থেকে শাহবাগ অভিমুখী সড়ক ও সিটি কলেজের পাশের রাস্তায় তীব্র যানজট দেখা যায়। যাত্রীরা বাস থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলে যেতে বাধ্য হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিকেলে কর্মসূচি শেষ করে আন্দোলনকারীদের মুখপাত্র আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করতে হবে। সেই কমিশন না করা পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল (আজ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এখানে সড়ক অবরোধ করা হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিউ মার্কেট থানার ওসি মহসিন উদ্দিন বলেন, বিকেল ৫টায় তাঁরা (শিক্ষার্থীরা) কর্মসূচি শেষে ফিরে যাওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকার সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এর আগে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ছিল।</span></span></span></span></p>