<p>বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদস্য ও বটতলী ইউনিয়ন পরিষদ মেম্বার জাকির হোসেনকে (৩৫) এলোপাতাড়ি কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে বটতলী ইউনিয়ন যুবলীগ নেতা জিনিয়ারা গ্রামের মোহাম্মদ সেলিম ও আওয়ামী লীগ নেতা সিদ্দিক মিয়ার বিরুদ্ধে।</p> <p>মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে বটতলী ইউনিয়নের জিনিয়ারা রাস্তার মাথায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত জাকির হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।</p> <p>হামলায় আহত যুবদল নেতা জাকির হোসেন মেম্বার বলেন, আমি ইউনিয়ন পরিষদ থেকে সরকারি চাল বিতরণ শেষে অটোরিকশাযোগে বাড়িতে রওয়ানা করি। এ সময় জিনিয়ারা মোড়ে গেলে ওই গ্রামের যুবলীগ নেতা সেলিম ও আওয়ামী লীগ নেতা সিদ্দিক মিয়া আমাকে দেশীয় ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। হামলাকারী সেলিম ও সিদ্দিক এলাকার চিহ্নিত মাদক কারবারি, তাদের মাদক কারবারের বিষয়ে আমি বিভিন্ন সময়ে প্রতিবাদ করায় তারা আমাকে হুমকি-ধমকি দিয়ে আসছে।</p> <p>এ ছাড়াও চলতি মাসের ২৭ তারিখ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ফেস্টুন তারা উভয়ে ছিঁড়ে ফেলে, বিষয়টি নিয়ে আমি তাদেরকে হুঁশিয়ার করায় তারা আমাকে বাড়িতে যাওয়ার সময় একা পেয়ে হামলা চালায়। আমি প্রশাসনের কাছে এ হামলার বিচার দাবি করছি।</p> <p>অভিযুক্ত সেলিমের বক্তব্য জানতে একাধিকবার ফোন করে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।</p> <p>নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>