<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের শ্রেণিকক্ষে ঢুকে উচ্ছৃঙ্খল আচরণ করা সেই যুবককে গ্রেপ্তার করেছে রাজধানীর কোতোয়ালি থানার পুলিশ। গত সোমবার কিশোরগঞ্জ থেকে জুবায়ের এলাহী নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২৭ অক্টোবর সকালে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের একাডেমিক ভবনের দ্বিতীয় তলার ১ নম্বর গ্যালারিতে লাঠি হাতে প্রবেশ করেন ওই যুবক। এরপর গ্যালারিতে উচ্ছৃঙ্খল আচরণা এবং চিৎকার করতে থাকেন। এ সময় ভয়ে সেখান থেকে চলে যান শিক্ষার্থীরা। পরে যুবকটি এদিক-ওদিক ছোটাছুটি করে মেডিক্যাল কলেজ থেকে চলে যান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি জানান, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। এরপর ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই যুবককে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।</span></span></span></span></span></p>