<p>সুনামগঞ্জে বসতঘরে মা ফরিদা বেগম (৫৫) ও ছেলে মিনহাজুল (২০)-কে জবাই করে ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (২৭ অক্টোবর) রাতে যেকোনো সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে।</p> <p>পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরের হাসননগরে আত্মীয়ের বাসায় থাকতেন শান্তিগঞ্জ উপজেলার বসিয়াখউরি গ্রামের প্রয়াত জাহিদুল মিয়ার স্ত্রী ফরিদা বেগম ও তার ছেলে মিনহাজুল মিয়া। রাতে তারা বাসায় ঘুমিয়ে পড়েন। সকালে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। এ সময় ঘরের দরজা-জানালা খোলা ছিল। পরে পুলিশ ও প্রতিবেশীরা এসে দেখেন, ঘরের মেঝেতে ফরিদা বেগম ও তার ছেলে মিনহাজের লাশ পড়ে আছে। দরজা-জানালা খোলা। তাদের গলা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো ছুরির আঘাত রয়েছে। তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ সময় মা ও ছেলের স্বজনদের নম্বর সংগ্রহ করে পুলিশ তাদের খবর দিয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিয়ের মেহেদির রং মোছার আগেই প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/29/1730176633-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিয়ের মেহেদির রং মোছার আগেই প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/29/1440358" target="_blank"> </a></div> </div> <p>নিহত ফরিদা বেগমের চাচাতো ভাই সাজন মিয়া বলেন, ‘সকালে খবর পেয়েই আমরা রওনা দিয়েছি। তাদের সঙ্গে একই বাসায় আরো একটি পরিবার থাকত। তাদের এসে আমরা পাইনি। আমরা এ ঘটনায় দোষীদের বিচার চাই।’</p> <p>সুনামগঞ্জ সদর থানার ওসি মো. নাজমুল হক বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি। এসে দেখি দরজা-জানালা খোলা। ডিবি পুলিশও ঘটনাস্থলে আছে। আমরা লাশ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করেছি এবং দোষীদের খুঁজে বের করতে কাজ শুরু করেছি।’</p>