<p>বর্তমানে তরুণ প্রজন্মের গায়কদের মধ্যে বেশ আলোচনায় আসতে শুরু করেছেন এ সময়ের জনপ্রিয় গায়ক সাঈদ রিয়েল। একক গান, নাটক ও মঞ্চে পারফরম্যান্স- সব জায়গায় নিজের প্রতিভার দ্যুতি ছড়িয়েছেন এই গায়ক। পারফরম্যান্স করেছেন পাকিস্তানের বিখ্যাত ব্যান্ড জালের সঙ্গেও। সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে নিজের বর্তমান ব্যস্ততা ও গানের ভুবন নিয়ে কথা বললেন সাঈদ রিয়েল।</p> <p>ছোটবেলা চট্টগ্রামেই কেটেছে এই গায়কের। গানের শুরুটা ছোটবেলা থেকেই। বাবার কাছ থেকেই অনুপ্রাণিত হয়েছিলেন রিয়েল। বাবাও গান গাইতেন। মাত্র সাড়ে ছয় বছর বয়সেই গানের দিকে ঝোঁক দেখে পরিবার থেকেই তাকে গানের জগতে স্বাগত জানানো হয়। মঞ্চ থেকে শুরু করা সাঈদ রিয়েল আজকে অসংখ্য শ্রোতার মন জয় করে চলেছেন। সাক্ষাৎকারে গানের শুরু প্রসঙ্গে সাঈদ রিয়েল বলেন, ‘মিউজিকটা এমনভাবে ভেতরে ঢুকে গেছে, তখন আর বের হওয়ার রাস্তা ছিল না। খুব ভালোবাসি মিউজিককে। এ কারণে পেশা হিসেবে নিয়েছি।’</p> <p>নিজের প্রথম মঞ্চে গাওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে গায়ক বলেন, ‘ছোটবেলায় প্রথম মঞ্চে গেয়েছি। তখন কম বুঝতাম। ভুল হলে কেউ বকা দিবে কি না! এই ভয়েই গেয়েছি। শুরুটা এভাবেই।’</p> <p>প্রথম গান গেয়ে উপার্জনের অভিজ্ঞতা প্রসঙ্গে রিয়েল বলেন, ‘প্রথম গান গেয়ে তিন শ টাকার প্রাইজবন্ড পেয়েছিলাম। সেটা মনে আছে। সেই টাকাটা মায়ের হাতেই দিয়েছিলাম।’</p> <p>নাটকের গানে পথচলা শুরুর কথা স্মরণ করে গায়ক বলেন, ‘২০১৯ সালে আফরান নিশোর একটি নাটকে গান গেয়েছি। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘তুমি আমারই’ নাটক দিয়েই পর্দায় গানের শুরুটা হয়েছে আমার। তবে সিনেমায় এখনো সুযোগ না পাওয়ার আক্ষেপ নিয়ে গায়ক বলেন, ‘সিনেমা নিয়ে আসলে আক্ষেপ আছে আমার। সিনেমায় প্লেব্যাক করা একটু কঠিন কাজ। কারণ পর্দায় যিনি অভিনয় করছেন, তাকে দর্শকরা দেখতে পারছেন। কিন্তু একজন গায়ককে সেটাই আড়াল থেকে গলায় করে দেখাতে হয়। জানি না কেন সুযোগ পাইনি এখনো, হয়তো যোগ্য হইনি। হয়তো সুরকাররা চেনেনি আমাকে।’</p> <p>সম্প্রতি বাংলাদেশে পারফর্ম করে গেছে পাকিস্তানের বিখ্যাত ব্যান্ড জাল। মঞ্চে জালের সঙ্গেও পারফর্ম করেছেন সাঈদ রিয়েল। ‘জাল’ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই জালের গান শুনেছি। তাদের সঙ্গে কোলাবরেশনটা ছিল দারুণ অভিজ্ঞতা। বাংলাদেশি ও পাকিস্তানি মিউজিশিয়ানদের একসঙ্গে পারফরম্যান্স, এটা বেশ উপভোগ্য ছিল।’</p> <p>নিজের আদর্শ কারা জানতে চাইলে গায়ক বলেন, ‘অসংখ্য শিল্পী আছেন, যাদের আমি পছন্দ করি। জন মেয়ারকে পছন্দ করি, বলিউডের অরিজিৎ সিং, কেকে, লাকি আলির মতো গায়ককে অনুসরণ করি। দেশীয় শিল্পীদের মধ্যে মাহমুদুন্নবী, কুমার বিশ্বজিৎ, আইয়ুব বাচ্চু, নতুনদের মধ্যে প্রীতম। অনেক শিল্পীকেই পছন্দ করি।’</p> <p>ভবিষ্যতে কার সঙ্গে কাজ করার প্রচণ্ড ইচ্ছা কাজ করে জানতে চাইলে গায়ক বলেন, ‘যদি কখনো সুযোগ হয় তাহলে এ আর রহমানের সঙ্গে কাজ করতে চাই। এটা আমার প্রচণ্ড ইচ্ছা। এ ছাড়া অরিজিতের সঙ্গেও পারফর্ম করতে চাই।’</p>