<p>ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি আবু বক্করের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় একাধিক দপ্তরে অভিযোগ করেও কোনো ফল পাননি ওই বিএনপি নেতা। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। তবে জামায়াতের ওই রুকন দাবি করেছেন জমিটি তার শ্বশুরের।</p> <p>গতকাল রবিবার (২৭ অক্টোবর) কোটচাঁদপুর উপজেলার পাশ-পাতিলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আবু সাঈদ হত্যা : বেরোবি’র ২ শিক্ষক ও ৭ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730106146-ddbac6792a98673cf32000e4509a6361.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আবু সাঈদ হত্যা : বেরোবি’র ২ শিক্ষক ও ৭ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/28/1440051" target="_blank"> </a></div> </div> <p>অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালে পাশ-পাতিলা গ্রামের বাসিন্দা অজিত কুমার দাসের নিকট থেকে বিএনপি নেতা আবু বক্কর তার ছেলে ব্যারিস্টার সাজ্জাদ হোসেন সুমনের নামে ১৮ শতক জমি ক্রয় করেন। জমিটি সেই সময় থেকে ভোগদখল করতে থাকেন ওই বিএনপি নেতা। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের রুকন আহসান হাবিব শামীম। সর্বশেষ গতকাল রবিবার ওই জমি থেকে বেশ কয়েকটি দামি গাছ কেটে নিয়ে যান তারা।</p> <p>জেলা বিএনপির সহসভাপতি আবু বক্কর বলেন, ‘জমির কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও জামায়াতের প্রভাব খাটিয়ে জোরপূর্বক আমার জমি দখল করে নিচ্ছেন শামীম। আমি এ ঘটনার ন্যায়বিচার চাই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফরিদপুরে ভাতিজার হাতুড়ির আঘাতে প্রাণ গেল চাচির" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730110081-bb0539e38a0bbccfd78c345448c2f33e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফরিদপুরে ভাতিজার হাতুড়ির আঘাতে প্রাণ গেল চাচির</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/28/1440066" target="_blank"> </a></div> </div> <p>তবে উপজেলা জামায়াতের রুকন আহসান হাবিব শামীম দাবি করেছেন ওই জমিটি তাদের। তিনি বলেন, ‘আবু বক্কর সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদীর নিকটজন। সে সুবাদে ৫ বছর আগে থেকে তিনি আমার জমিটি দখলের চেষ্টা করছেন।’</p> <p>কোটচাঁদপুর মডেল থানার ওসি মো. কবির হোসেন মাতুব্বর বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। গতকাল রবিবার দুপুরে ওই জমি থেকে গাছ কেটে নিচ্ছিলেন শামীমের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। আবু বক্করের কাছে জমির কাগজপত্র থাকলেও আহসান হাবিব শামীম কোনো কাগজপত্র দেখাতে পারেননি।’</p>