<p style="text-align:justify">ভোলার লালমোহন উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ৫২ জেলেকে আটক করা হয়েছে। এসময় জেলেদের কাছ থেকে ৭০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার জাল ও ৮ টি মাছ ধরা ট্রলার জব্দ করা হয়। </p> <p style="text-align:justify">গতকাল রবিবার (২৭ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত লালমোহন উপজেলার তেঁতুলিয়া ও মেঘনা পৃথক দুইটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনের নেতৃত্বে তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জেলেকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩৩ জেলেকে ৫ হাজার করে মোট এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। </p> <p style="text-align:justify">আটকদের মধ্যে ১০ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত ৭০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও জব্দকৃত ৮টি মাছ ধরা ট্রলার পরবর্তীতে নিলামের জন্য উপজেলা মৎস্য অফিসের জিম্মায় দেওয়া হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আগ্নেয়াস্ত্র নিয়ে টিকটক, যুবদল নেতাসহ আটক ৫" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730114341-9e8a01bfb2c96c61eda1158eb7452e8d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আগ্নেয়াস্ত্র নিয়ে টিকটক, যুবদল নেতাসহ আটক ৫</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/28/1440089" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনের নেতৃত্বে পরিচালিত অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ উপজেলা মৎস্য অফিসের স্টাফ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।</p>