<p>ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে মা-ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাকিল নামের এক জেলেকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।</p> <p>আজ সোমবার (২৮ অক্টোবর) সকালে আটক জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে গতকাল রবিবার (২৭ অক্টোবর) বিকেলে বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিসার মনোজ কুমার সাহা ও বোরহানউদ্দিন থানা পুলিশের তিন সদস্যসহ ৭-৮ জনের একটি টিম স্পিডবোট নিয়ে তেঁতুলিয়া নদীতে অভিযান যায়। এ সময় জেলেরা অভিযানিক দলের ওপর ইটপাটকেল নিক্ষেপসহ বৈঠা ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় জেলেদের বৈঠার আঘাতে বোরহানউদ্দিন থানার এএসআই মো. হেলাল ও একজন পুলিশ কনস্টেবল আঘাতপ্রাপ্ত হন। হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তা নিজেও আঘাত প্রাপ্ত হয়েছেন। তবে হামলায় উল্লেখ করার মতো কেউ আহত হয়নি বলে দাবি করেন মৎস্য কর্মকর্তা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আবু সাঈদ হত্যা : বেরোবি’র ২ শিক্ষক ও ৭ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730106146-ddbac6792a98673cf32000e4509a6361.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আবু সাঈদ হত্যা : বেরোবি’র ২ শিক্ষক ও ৭ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/28/1440051" target="_blank"> </a></div> </div> <p>এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বাদী হয়ে আটক জেলে মো. শাকিলের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-২৫ জনের নামে বোরহানউদ্দিন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।</p> <p>স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশসহ ৭-৮ জনের একটি দল তেঁতুলিয়া নদীতে অভিযান চালায়। অভিযানের সময় দুইটি মাছ ধরার ট্রলার নিয়ে ২০-২৫ জন জেলেকে নদীতে মাছ শিকার করতে দেখা যায়। তাদেরকে ধরতে ৩ জন পুলিশ সদস্যসহ অভিযানকারী দল ওই জেলেদের তাড়া করে। এ সময় জেলেরা অভিাযানকারী দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হমলা করে। জেলেদের হামলায় বোরহানউদ্দিন থানার এএসআই মো. হেলাল কাঁধে বৈঠার আঘাতপ্রাপ্ত হন ও একজন কনস্টেবলের আঙুল ফেটে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইটি মাছ ধরার ট্রলারসহ এক জেলেকে আটক করা হয়। তবে হামলায় অংশ নেওয়া বেশিরভাগ জেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পদ্মায় জেলেদের হামলায় ২ পু‌লিশ সদস্য নি‌খোঁজ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730102981-9bf4989c13221da464270f151d4201b2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পদ্মায় জেলেদের হামলায় ২ পু‌লিশ সদস্য নি‌খোঁজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/28/1440043" target="_blank"> </a></div> </div> <p>বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, অভিযান চালানোর সময় জেলেরা তাদের জাল ও ট্রলার রক্ষায় এ হামলা করেছে। তবে হামলায় কেউ গুরুতর আহত হয়নি। তিনি নিজেও সামান্য আঘাত পেয়েছেন। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে এক জেলের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০-২৫জনকে আসামি করে থানায় মামলা করেছেন।</p> <p>বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান কালের কণ্ঠকে জানান, হামলার ঘটনায় থানার কোনো পুলিশ সদস্য আহত হয়নি। এ ঘটনায় এক জেলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মৎস্য কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। মামলার আলোকে জেলে মো. শাকিলকে আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।</p>