<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মোগল সেনাপতি ও ঐতিহাসিক মির্জা নাথান উল্লেখিত বহুল আলোচিত ঢাকার পুরনো দুর্গ বা কিল্লা প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হলো পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরভাগে। দুর্গ ছাড়াও এই খননে রোলেটেড মৃৎপাত্র ও গ্লেজড মৃৎপাত্র আবিষ্কৃত হয়েছে, যা ইঙ্গিত করে ঢাকা শহরের গোড়াপত্তন কমপক্ষে ২৫০০-১৮০০ বছর (আনুমানিক খ্রিস্টপূর্ব ৫ম</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খ্রিস্টীয় ২য় শতক) আগে হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমনকি আদি-ঐতিহাসিককালে ঢাকা বিখ্যাত সিল্ক রুটের সঙ্গে যুক্ত থাকার দাবিও উঠছে এই প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে। সব মিলিয়ে পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই প্রত্নতাত্ত্বিক খনন তিলোত্তমা ঢাকার ইতিহাস অনুসন্ধানে নতুন দিগন্ত খুলে দিচ্ছে। সেই সঙ্গে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানী ঢাকা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র পরম্পরা ও ইতিহাস যে আরো প্রাচীন সেই ইঙ্গিতও দিচ্ছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার রাজধানীর পুরান ঢাকার নিমতলীতে এশিয়াটিক সোসাইটি হেরিটেজ মিউজিয়ামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বত্তৃদ্ধতায় পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রত্নতাত্ত্বিক খননের ফলাফল তুলে ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রত্নতাত্ত্বিক খনন : ঢাকার গোড়াপত্তনের বিশ্লেষণ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মূল প্রবন্ধ ও ফলাফল উপস্থাপনে সুফি মোস্তাফিজ বলেন, এই খননে ঢাকার পুরনো দুর্গের সম্ভাব্য দুর্গপ্রাচীর, বিভিন্ন কক্ষ, নালা, কূপ প্রভৃতি আবিষ্কৃত হয়েছে। ঢাকার সেই পুরনো দুর্গটি ছিল একটি প্রাসাদদুর্গ। সুলতানি আমলে এটি নির্মিত হয়েছিল এবং মোগল যুগ পর্যন্ত ব্যবহৃত হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই গবেষণা ঢাকার ইতিহাস উন্মোচনের দ্বার উন্মুক্ত করেছে উল্লেখ করে সুফি মোস্তাফিজুর বলেন, একখণ্ড রোজেটা স্টোন লিপি পাঠোদ্ধার যেভাবে প্রাচীন মিসরের রহস্য উন্মোচন করেছে, তেমনিভাবে পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে আবিষ্কৃত পুরনো দুর্গ, রোলেটেড মৃৎপাত্র ও গ্লেজড মৃৎপাত্র ঢাকার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য উন্মোচনের দ্বার উন্মুক্ত করেছে। </span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যেভাবে শুরু হয় অনুসন্ধান</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুরনো কেন্দ্রীয় কারাগার পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কে অবস্থিত। কারাগারটি ২০১৬ সালে পুরান ঢাকা থেকে কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের তত্ত্বাবধানে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের অব্যবহৃত ও পরিত্যক্ত ভূমির সর্বোত্কৃষ্ট ব্যবহার সুনিশ্চিতকরণ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কার্যক্রমের অংশ হিসেবে সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিক জরিপ ও খনন পরিচালনা শুরু হয় এখানে। কারাগারের তিনটি এলাকায় মোট ১১টি স্পটে পরীক্ষামূলক উত্খনন করা হয়েছে। এতে প্রাচীন মানববসতির কমবেশি আলামত, বিশেষ করে ইটের কাঠামোর অংশবিশেষ আবিষ্কৃত হয়। এরপর মূলত মির্জা নাথান উল্লেখিত ঢাকার প্রাচীন দুর্গের সন্ধানে বিস্তৃত প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয়। পাঁচটি স্থানে প্রত্নতাত্ত্বিক খননে ঢাকার ইতিহাসের বাঁক ফেরানোর নিদর্শন মির্জা নাথান উল্লেখিত ঢাকার সেই পুরনো দুর্গ আবিষ্কার হলেও অতিবৃষ্টির কারণে বেশ কয়েকটি খনন খাদে প্রাকৃতিক মাটির স্তর পর্যন্ত খনন করা সম্ভব হয়নি।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবিষ্কৃত প্রত্ননিদর্শন </span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুলতানি আমলের ইট : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খননকৃত খাদের প্রায় প্রতিটিতে এবং প্রায় প্রতিটি স্তরে ইট ও ইটের টুকরা আবিষ্কৃত হয়েছে। সাধারণ ইটের পাশাপাশি অলংকৃত ইট ও ইটের টুকরা এবং ঝামা ইটও পাওয়া যায়, যা প্রত্নস্থানের স্থাপত্য থেকে বিভিন্ন সময় অপসারিত হওয়া। ইটের আকৃতি বিশ্লেষণ করে দেখা গেছে, এখানে সুলতানি যুগসহ বিভিন্ন সময়ের ইট রয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্লেজড মৃৎপাত্র ও রোলেটেড মৃৎপাত্র : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিল্ক রুটের সঙ্গে সম্পর্কিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১০ সেলসংলগ্ন এলাকা শাখার পশ্চিম দিকে আকাশি নীল, গাঢ় নীল ও সবুজ প্রলেপযুক্ত গ্লেজড মৃৎপাত্রের টুকরা পাওয়া যায়। প্রায় একই রকম গ্লেজড মৃৎপাত্র বাংলাদেশের আদি-ঐতিহাসিক প্রত্নস্থান উয়ারী-বটেশ্বর ও মহাস্থানগড়ে আবিষ্কৃত হয়েছিল।</span></span></span></span></p>