<p>সম্প্রতি মিলেছে ইতিহাসের সবচেয়ে বড় মৌলিক সংখ্যার খোঁজ। সংখ্যাটি খুঁজে পেয়েছেন মার্কি বিজ্ঞানী লিউক ডুর্যাান্ট। এখন পর্যন্ত আবিষ্কৃত বৃহত্তম মৌলিক সংখ্যা। সংখ্যার নাম দেওয়া হয়েছে ‘এম১৩৬২৭৯৮৪১’। এই সংখ্যায় মোট ৪,১০,২৪,৩২০টি সংখ্যা আছে!  এটকে এভাবেও প্রকাশ করা হয় ২<sup>১৩৬২৭৯৮৪১</sup>-১   অর্থাৎ, এটি এতটাই বড় যে কল্পনা করাও কঠিন।</p> <p>এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় সংখ্যা এটি, এটা যেমন ঠিক—তার মানে এই নয়, এটিই সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। সংখ্যার যেমন শেষ নেই, অর্থাৎ ১,২,৩...এভাবে গুণতে শুরু করলে স্বাভাবিক সংখ্যা যেমন শেষ হবে না, তাই মৌলিক সংখ্যার শেষ বলে কিছু নেই। নতুন এই মৌলিক সংখ্যা আবিষ্কারের পর, এখন গণিতবিদ ও বিজ্ঞানীরা মনোনিবেশ করবেন, এরচেয়েও বড় মৌলিক সংখ্যা আবিষ্কারের দিকে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অর্ধকোটি বছরের গুহাশাসক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/26/1729943922-ce625ebb1a2aecf99bd3850b5f848ba4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অর্ধকোটি বছরের গুহাশাসক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/26/1439376" target="_blank"> </a></div> </div> <p>মৌলিক সংখ্যা হলো এমন এক ধরনের সংখ্যা, যা কেবলমাত্র ১ এবং ওই সংখ্যা দিয়েই ভাগ করা যায়। উদাহরণস্বরূপ ২, ৩, ৫, ৭ ইত্যাদি সংখ্যা হলো মৌলিক সংখ্যা। এগুলোর ভিন্ন কোনো গুণনীয়ক বা বিভাজক থাকে না।</p> <p>লিউক এই সংখ্যাটিকে ‘মার্সেন প্রাইম নম্বর’ বলছেন। ফরাসি গণিতজ্ঞ ম্যারিন মার্সেন প্রায় ৩৫০ বছর আগে এই ধরনের মৌলিক সংখ্যা নিয়ে গবেষণা করেছিলেন। ‘মার্সেন প্রাইম নম্বর’ খুবই বিরল একটি গোষ্ঠী, তাই এই সংখ্যা আবিষ্কার একটি বিশেষ অর্জন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জেমস ওয়েব টেলিস্কোপ আবিষ্কার করেছে প্রাচীনতম গ্যালাক্সি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730634519-a996693c41aea0e1da22bb400f0ef0d6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জেমস ওয়েব টেলিস্কোপ আবিষ্কার করেছে প্রাচীনতম গ্যালাক্সি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/03/1442285" target="_blank"> </a></div> </div> <p>বিজ্ঞানী ও গণিতজ্ঞদের মতে, এ ধরনের বড় বড় সংখ্যাগুলি শুধু গণিতের জগতে নয়, কম্পিউটার বিজ্ঞানেও গুরুত্বপূর্ণ। কম্পিউটার এবং প্রোগ্রামিংয়ের উন্নতি ও ক্ষমতা পরিমাপ করতে এই সংখ্যাগুলি ব্যবহার হয়। লন্ডনের ইম্পিরিয়াল কলেজের অধ্যাপক কেভিন বুজার্ডের মতে, বড় মৌলিক সংখ্যা আবিষ্কার থেকে বোঝা যায়, বর্তমান কম্পিউটিং প্রযুক্তির ক্ষমতা কোথায় দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতে কতটা উন্নতি সম্ভব।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="উল্টোলেজি ধূমকেতুর বিরল ছবি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730369828-9725c6ed5212bbc6b71b4ce38c23bf90.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>উল্টোলেজি ধূমকেতুর বিরল ছবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/31/1441179" target="_blank"> </a></div> </div> <p>লিউক প্রায় এক বছর ধরে এই সংখ্যার খোঁজে কাজ করেছেন। এতে প্রচুর অর্থ ব্যয় হয়েছে। তিনি প্রথমে ‘জিআইএমপিএস’ নামের একটি কমিউনিটির সাহায্যে কাজ করেন। তাদের সফটওয়্যার এবং ক্লাউড কম্পিউটিং সিস্টেমে দক্ষ হন। বিজ্ঞান ও গণিতের প্রতি তার ঝোঁক এবং পদার্থবিদ্যার সীমাবদ্ধতাগুলি তাকে এই বিশাল মৌলিক সংখ্যা আবিষ্কারে আগ্রহী করেছে। তিনি মনে করেন, এ ধরনের মৌলিক সংখ্যাগুলি হয়তো ব্রহ্মাণ্ডের বিশাল কোনো অজানা তথ্যভান্ডারের অংশ।</p> <p>এই আবিষ্কার শুধু গণিত বা বিজ্ঞানই নয়, বরং নতুন প্রযুক্তির দিগন্ত উন্মোচনে সহায়ক হয়ে উঠতে পারে।</p> <p>সূত্র: বিবিসি</p>