<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর বংশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইয়াছিন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আহম্মেদ রাজকে হত্যার অভিযোগে করা মামলায় ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. অনিককে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ৫ আগস্ট বংশাল থানাধীন নয়াবাজারের নবাব ইউসুফ সড়কে ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন ইয়াছিন। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় গুলিবিদ্ধ হন ইয়াছিন। তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইয়াছিনের মা গত ২৫ সেপ্টেম্বর বংশাল থানায় হত্যা মামলা করেন। তিনি জানান, তদন্তকালে গোয়েন্দা তথ্য-প্রযুক্তির সহায়তায় ইয়াছিন হত্যার সঙ্গে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> জড়িত অনিককে বংশাল থেকে গ্রেপ্তার করা হয়।</span></span></span></span></span></p>