<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণ প্রশ্নে নৈতিক সমর্থন থাকলেও বিষয়টি নিয়ে জাতীয় ঐকমত্য তৈরির পক্ষে মত দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এদিকে রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে ঐকমত্যের ভিত্তিতে সমাধানে পৌঁছতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে ন্যাশনাল কাউন্সিল গঠনের প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির অপসারণসহ পাঁচ দফা দাবি নিয়ে জাতীয় ঐকমত্য তৈরির লক্ষ্যে বৈঠকে অংশ নেয় বাম গণতান্ত্রিক জোট, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে পৃথক ব্রিফিংয়ে দুই পক্ষের নেতারা এসব তথ্য জানান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুস সাত্তার, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুসহ বাম গণতান্ত্রিক জোটের নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও মুখপাত্র সামান্তা শারমিন, রাজনীতিবিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম আদীব, সদস্য সাইফ মোস্তাফিজ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল বৈঠকে অংশ নেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠক শেষে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে যেতেই হবে। বাম জোটও রাষ্ট্রপতির অপসারণে নৈতিক সমর্থন জানিয়েছে। তারা দেশের বিশিষ্টজন, নিজেদের দলীয় ফোরাম ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এ বিষয়ে সরকারের সঙ্গেও আলোচনা করবে। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব রাজনৈতিক দল রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। কিন্তু কী প্রক্রিয়ায় হবে, সেটা আমরা দ্বিতীয় পর্যায়ে একটা আলোচনা করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রপতি অপসারণের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রক্রিয়া এবং নতুন রাষ্ট্রপতি কে হবেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা সরকারের কাছে প্রস্তাব দেব, সব রাজনৈতিক দলকে নিয়ে একটা কাউন্সিল হোক। সেখানে ঐকমত্যের ভিত্তিতে কে কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি হবেন, তা তারাই আলোচনা করে নির্ধারণ করুক।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা পরবর্তী ব্রিফিংয়ে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজনৈতিক দলগুলোর ঐকমত্যতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার বিষয়টি আমরা বলেছি। রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে আমরা বলেছি, এতে আমাদের নৈতিক আপত্তি নেই। তবে এর প্রক্রিয়া ও সাংবিধানিক ভিত্তি নিয়ে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আলাপ-আলোচনার প্রয়োজন আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p>