<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হুমকি ও ভয় দেখানোর ঘটনায় দুই যুবককে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের সেনা সদস্যদের কাছে তুলে দেওয়া হয়। গতকাল শনিবার দুপুরে নগরীর ফারাজীপাড়া এলাকার মোংলা ওয়াটার ট্রান্সপোর্ট অফিসে এ ঘটনা ঘটে। আটক হওয়া ব্যক্তিরা হলেন প্রান্ত ও রিয়াজ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভুক্তভোগীরা জানান, শনিবার দুপুর ২টার দিকে তিন-চারটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ফারাজীপাড়া এলাকার মোংলা ওয়াটার ট্রান্সপোর্টের অফিসে যান। তাঁরা সেখানে চিৎকার করে প্রতিষ্ঠানের মালিকের ছোট ভাই মফিজুর রহমানকে খুঁজতে থাকেন। কর্মচারীরা তাঁদের পরিচয় জানতে চাইলে যুবকরা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেন।</span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>