<p style="text-align:justify">ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ‘সংবিধান মানুষের জন্য। সংবিধানের জন্য মানুষ নয়। যে সংবিধান মানুষের জন্য কল্যাণকর নয়, এমন সংবিধান হতে পারে না। বিগত ফ্যাসিবাদী সরকার নিজেদের স্বার্থে সংবিধানকে বার বার সংশোধন করেছে। এখন সংবিধান সংশোধন করলে অসুবিধা কোথায়? কাজেই সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই।’ </p> <p style="text-align:justify">পীর সাহেব চরমোনাই বলেন, ‘বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার দেশকে সবদিক থেকে ধ্বংস করে দিয়েছে। অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করেছে। দেশের টাকা বিদেশে পাচার করার ইতিহাস সৃষ্টি করেছে।’ তিনি পাচারকৃত টাকা ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমার করার দাবি জানান। সেই সঙ্গে পাচারকারীদের গ্রেপ্তার এবং সন্ত্রাস, দুর্নীতি ও পেশিশক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়ে এ প্রসঙ্গে আইন পাস করার আহ্বান জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফায়ার সার্ভিসকে সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করার আহ্বান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730110667-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফায়ার সার্ভিসকে সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করার আহ্বান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/28/1440071" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘ফজলুল করীম রহ. রাজনীতিতে আদর্শিক ও গুণগত পরিবর্তনে কাজ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি ইবাদতের রাজনীতির দর্শন প্রতিষ্ঠা করে গেছেন। তার চিন্তা-চেতনা জগৎবাসীর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। জাতি তাকে আজীবন স্মরণ রাখবে।’</p> <p style="text-align:justify">তিনি জাতীয় সরকার প্রতিষ্ঠায় পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের মাধ্যমেই কেবল জাতীয় সরকার প্রতিষ্ঠা সম্ভব। এ ছাড়া ফলপ্রসূ জাতীয় সরকার সম্ভব নয়। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ দুর্নীতি করার সাহস না পায়। গণহত্যার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির বিধান পাস করতে হবে।’</p> <p style="text-align:justify">ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার শায়খ (রহ.)-এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনাসভা ও ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ জোবায়ের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রশীদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শরিয়াহ উপদেষ্টা মুফতি ওমর ফারুক সন্দীপী, মুফতি বদরুল আলম সিলেটি। প্রধান বক্তার বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী। <br />  </p>