<p style="text-align:justify">ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, রাষ্ট্র তথা প্রত্যেকটি সংস্কারে বাংলাদেশের আলেম সমাজ অন্তর্ভুক্ত থাকবে হবে। যোগ্য আলেম ছাড়া আপনারা কোনো কিছু সংস্কার করতে পারবেন না। যদি আপনি আমাদের ওপরে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো কোনো কিছু চাপিয়ে দিতে চান, তাহলে ক্ষতি এই দেশের, জাতির ও মানবতার হবে। তাহলে আপনারাও সরকারের গদিতে থাকতে পারবেন না। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে গড়ি। </p> <p style="text-align:justify">শনিবার (২৮ সেপ্টেম্বর) গৌরনদী সরকারি কলেজ মসজিদ সংলগ্ন ঈদগা ময়দানে গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেন, বাংলাদেশে লালনের আদর্শ বাস্তবায়ন করতে আন্দোলন সংগ্রাম করিনি। ভিনদেশি অপসংস্কৃতি বাস্তবায়নের জন্য জীবন দেইনি। এসব চাপিয়ে দিলে বাংলাদেশের মানুষ তা মানবে না। এই দেশের মানুষের সঙ্গে সম্পর্কিত আছে এই মাটি। শিক্ষা ও সংবিধান সংস্কারে যারা এসব চিন্তা লালন করে না, তেমন বিচ্ছিন্ন কাউকে এসব সংস্কারের জন্য যদি নিয়োগ করেন; তা বাংলাদেশের মানুষ মানবে না।</p> <p style="text-align:justify">ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখা সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে ও হাফেজ মুহাম্মাদ আসাদুল্লাহর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি নেছার উদ্দিন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুল রহমান, জেলা আন্দোলনের সদস্য মাস্টার মাহাবুল হক মানিক আগৈলঝাড়া সভাপতি রাসেল সরদার মেহেদী প্রমুখ।<br />  </p>