<p>রাজধানীর উত্তরা এলাকায় একটি হোটেলে চাঁদাবাজির অভিযোগে গতকাল শুক্রবার দুই নারীসহ ৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তাঁরা সবাই বিভিন্ন কলেজের শিক্ষার্থী।</p> <p>ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে হোটেল মালিককে জিম্মি করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।</p> <p>উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান এ তথ্য দেন। </p> <p>ওসির তথ্য মতে, উত্তরা ৩ নম্বর সেক্টরের বেইজিং হোটেলে চাঁদাবাজি করার সময় ৯ জনকে প্রথমে আটক করা হয়। পরে তাঁদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। এরপর তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা হয়। এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।</p> <p>আটক ব্যক্তিরা হলেন সিনথিয়া কবির (২৫), সিনথিয়ার স্বামী খান মোহাম্মদ ওয়ালীদ (২৭), সিনথিয়ার ভাই রাইয়ান কবির অয়ন (২১), কাজী যুবায়ের (২২), ইরফান পায়েল (১৯), বিভাস বড়াল (২৮), সুবর্ণা (২০), মনিরুল ইসলাম (৩০) ও মো. নিহাদ (২৪)। তাঁরা উত্তরার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।</p>