<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের রুহিতপুর বোর্ডিং মার্কেটে একটি ফাস্ট ফুডের দোকানে কাভার্ড ভ্যানের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে দোকানে আটকে পড়া তিন কর্মচারী প্রাণ হারান। আহত হন অন্তত ১০ জন। নিহতরা হলেন মো. মিন্টু মিয়া, মো. ইলিয়াস ও মো. শাহ আলম। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় বাসিন্দা রিফাত জানান, মায়ের দোয়া বিরিয়ানির পাশের একটি কাবাবের দোকানের সামনে রাখা সিলিন্ডারের সঙ্গে নবাবগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এরপর মুহূর্তেই সেখানে আগুন ধরে যায়। এ সময় হোটেল কর্মচারীরা মারাত্মকভাবে আহত হন। বিস্ফোরণের পর লোকজন এদিক-সেদিক ছুটে পালায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে যাই। ঘটনাস্থলে পৌঁছে দেখি পাশাপাশি তিন-চারটি দোকানে আগুন জ্বলছে। পরে প্রায় ৫০ মিনিট পানি ছিটানোর পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে ঘরোয়া ফাস্ট ফুড দোকানে আটকে পড়ে তিনজন ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ সোহরাব হোসেন জানান, ঘটনাস্থলে দোকানের ভেতর আটকে পড়ে তিনজন মারা গেছেন। তাঁরা ঘরোয়া ফাস্ট ফুডের কর্মচারী ছিলেন। আহতদের নাম জানা যায়নি।</span></span></span></span></p> <p> </p>