<p>বান্দরবানের লামায় কৃষকের জালে ধরা পড়েছে একটি অজগর সাপ। রবিবার (৬ অক্টোবর) ভোরে লামা পৌরসভার নুনারঝিরি এলাকা থেকে স্থানীয়রা সাপটি ধানক্ষেতের পাশে জালে আটকে পড়া অবস্থায় উদ্ধার করেন।</p> <p>লামা পৌরসভার নুনারঝিরি এলাকার বাসিন্ধা মো. ইউছুফ আলী জানান, সকালে ফজর নামাজ শেষে বাড়ি ফেরার পথে পার্শ্ববর্তী ধানক্ষেতে জালে আটকা অবস্থায় সাপটি দেখতে পান। এ সময় স্থানীয়রাসহ সাপটি উদ্ধার করে বস্তাবন্দি করেন। পরে লামা বন বিভাগকে খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পঞ্চগড়ে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/05/1728142794-86487e2c4c87dc62420f37eb174a8471.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পঞ্চগড়ে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/05/1432124" target="_blank"> </a></div> </div> <p>লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী জানান, খবর পেয়ে সাপটি উদ্ধার করে পার্শ্ববর্তী বমু সংরক্ষিত এলাকায় অবমুক্ত করে দেওয়া হয়েছে। সাপটি এখনো বাচ্চা। লম্বায় আনুমানিক ১০-১১ ফুট হবে।</p>