<p>চিত্রনায়ক রুবেল ও চিত্রনায়িকা পূজা চেরীকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো অ্যাকশন ও ধ্রিলারধর্মী ওয়েব সিরিজ আনছেন পরিচালক রায়হান রাফী। সিরিজটির নাম ‘ব্ল্যাক মানি’। আর এর মাধ্যমে ওটিটিতে নাম লেখাচ্ছেন আশি-নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক রুবেল।</p> <p>রুবেলের মতো এটি রায়হান রাফীরও প্রথম ওয়েব সিরিজ। শুধু তাই নয়, এর প্রধান নারী চরিত্রের শিল্পী পূজা চেরীর জন্যও এটি প্রথম ওয়েব সিরিজ। অনেক প্রথম নিয়ে আজ শুরু হয়েছে ‘ব্ল্যাক মানি’র শুটিং। নির্মাণ শেষে এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফরম বঙ্গতে।</p> <p>গতকাল ঢাকার একটি হোটেলে সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সময় রাফী বলেন, “এটা আমার প্রথম ওয়েব সিরিজ। অনেক বড় স্বপ্ন। কাস্টিংয়ে চমক রাখতে চেয়েছি। এমন একজনকে নিতে চেয়েছি, ‘ব্ল্যাক মানি’ দিয়ে যার ওয়েব সিরিজে অভিষেক হবে। এই ভাবনা থেকে রুবেল ভাইকে প্রস্তাব দিই। তিনি সম্মতি দিয়েছেন, আমরা অনেক আনন্দিত।” </p> <p>সিনেমার মতো এই মাধ্যমে লম্বা সময় ধরে কাজ করতে চান রুবেল। অভিনেতা বলেন, “রাফী যখন প্রথম ফোন করেছিল, আমি সম্মানিত বোধ করেছি। কারণ রাফী মানেই এখন অন্য রকম কিছু। ভারতে একটা ছবি হয়েছে ‘আরআরআর’; যেটার গান অস্কার পেয়েছে। এখানেও কিন্তু ট্রিপল আর আছে, রায়হান রাফী এবং রুবেল। আমার বিশ্বাস, ওই ছবি যেমন সুপার-ডুপার হিট হয়েছে, আমাদের এটাও সফল হবে। প্রথমবার এই জগতে এসেছি, এটা দিয়েই যেন শেষ না হয়। ফিল্মে অনেক দিন ছিলাম। এখানেও অনেক দিন থাকতে চাই।”</p> <p>পূজা চেরী তাঁর ভাবনা জানালেন এভাবে, “আমার আর রায়হান রাফীর একসঙ্গেই পথচলা শুরু হয়েছিল। অনেকেই রাফী-পূজা জুটিকে পুনরায় চাচ্ছিল। অবশেষে আবার একসঙ্গে কাজ করছি। রায়হান রাফী ছাড়া সিরিজের সবার সঙ্গেই প্রথমবার কাজ করতে যাচ্ছি। প্রত্যেকেই আমার অনেক সিনিয়র। আমার হাত-পা এখনই কাঁপছে।”</p> <p>‘ব্ল্যাক মানি’তে রুবেল ও পূজার সঙ্গে আরো অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, সাইদুর রহমান পাভেল, মুকিত জাকারিয়া প্রমুখ। এটি মুক্তি পাবে নভেম্বরে।</p>