<p style="text-align:justify">সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বড় ভাই আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন ওরফে মাসুদকে (৬০) আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার গাছতলা বাজার থেকে তাকে আটক করে ধর্মপাশা থানা পুলিশ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেয়ারবাজারে এক সপ্তাহে হাওয়া ১৩ হাজার কোটি টাকা!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/06/1728194586-2df508675620806de048fdbbafe1cd16.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেয়ারবাজারে এক সপ্তাহে হাওয়া ১৩ হাজার কোটি টাকা!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/stock-market/2024/10/06/1432336" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">আটক মোশারফ হোসেন ওরফে মাসুদ ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক।</p> <p style="text-align:justify">স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০-১২ বছর আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে উপজেলার পাইকুরাটি বাজারে অটোরিকসা স্ট্যান্ডে চালকদের কাছ থেকে চাঁদা নিয়েছেন মোশারফ। এ ছাড়া সরকারি খাদ্যগুদামে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ, হাওড়ে বোরো ফসল রক্ষা বাঁধের পিআইসি গঠন ছাড়াও নিজ ইউনিয়নের বিভিন্ন কার্যক্রমে তার হস্তক্ষেপ ছিল।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="২৮ শিক্ষার্থীকে বহিষ্কার করল ময়মনসিংহ মেডিক্যাল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/06/1728193962-1ec48e96e739726a344d2a7afa1918e7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>২৮ শিক্ষার্থীকে বহিষ্কার করল ময়মনসিংহ মেডিক্যাল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/06/1432334" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">আটক মোশারফ হোসেনকে এসব বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এসব অনিয়মের সঙ্গে জড়িত নন বলে জানান।</p> <p style="text-align:justify">আটকের সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, আটক মোশারফ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। আজ রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।</p>