<p>ঢাকার কেরানীগঞ্জে একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। </p> <p>শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বোর্ডিং মার্কেটে একটি ফাস্ট ফুডের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। </p> <p>এ সময় দোকানে আটকে পড়া তিন কর্মচারী মো. মিন্টু মিয়া, মো. ইলিয়াস ও মো. শাহালম ঘটনাস্থলে মারা যান। আহতদের নাম জানা যায়নি।</p> <p>প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম রাজু জানান, ওই মার্কেটের একটি বিরিয়ানির দোকানের পাশে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এরপর মুহূর্তেই সেখানে আগুন ধরে যায়। বিস্ফোরণ হওয়ার পর লোকজন এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন। </p> <p>স্থানীয় রিফাত জানান, মায়ের দোয়া বিরিয়ানির পাশের একটি ফাস্ট ফুডের দোকানের সামনে রাখা সিলিন্ডারের সঙ্গে নবাবগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপর মুহূর্তেই সেখানে আগুন ধরে যায়। এ সময় হোটেল কর্মচারী মারাত্মকভাবে আহত হন।</p> <p>কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া বলেন, রোহিতপুর বোর্ডিং মার্কেট এলাকার হোটেলের আগুনে এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশে থাকা আরো কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। মরদেহগুলো উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।</p> <p>এ ব্যাপারের কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান জানান, ঘটনাস্থলেই দোকানের ভেতর আটকে পড়ে তিনজন মারা গেছে। নিহতরা হচ্ছে মো. মিন্টু, মো.  ইলিয়াস ও মো. শাহালম। তিনজনই ঘরোয়া ফাস্টফুডের কর্মচারী ছিলেন। আহতদের নাম জানা যায়নি। নিহতরা একজন ছিলেন বয়, একজন কারিকর ও আরেকজন ম্যানেজার।</p>