<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আশুলিয়ায় টানা ৩২ ঘণ্টা অবস্থানের পর বেপজার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। গতকাল বুধবার বিকেল ৫টার পর তারা নবীনগর-চন্দ্রা মহাসড়কের অবরোধ তুলে নেওয়ায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিকেল ৫টার দিকে বেপজার নির্বাহী পরিচালক মো. আহসান কবীর স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এতদ্দ্বারা ঢাকা ইপিজেডের বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠান মেসার্স লেনি ফ্যাশনস লিমিটেড ও মেসার্স লেনি অ্যাপারেলস লিমিটেডের সব শ্রমিক/কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে সব পাওনা পরিশোধ করা হবে। এ অবস্থায় ওই সময় পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করা হলো।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই নোটিশ দেওয়ার পর বিক্ষোভকারী শ্রমিকরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে সড়ক ছেড়ে দিয়ে চলে যান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় চার বছর আগে বন্ধ হওয়া লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস নামের দুটি কারখানার শ্রমিকরা পাওনা টাকা পরিশোধের দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পাওনা পরিশোধ করা না হলে কর্মসূচি চলবে বলে ঘোষণা করেন ভুক্তভোগী শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে তিন মাসের বকেয়া বেতন, আনলিভ, সার্ভিস বেনিফিটের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করেন কয়েক হাজার শ্রমিক। এতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজটে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মঙ্গলবার দিনব্যাপী অবরোধ শেষে রাত ৯টার দিকে সড়ক ছেড়ে দিয়ে ডিইপিজেডের পুরনো অংশের মূল ফটকের সামনে সারা রাত অবস্থান করেন তারা। গতকালও সকাল থেকে মহাসড়কে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। সকাল ১১টা থেকে সমস্যা সমাধানের জন্য শ্রমিকদের পক্ষ থেকে প্রতিনিধিরা বেপজা কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। পরে আন্দোলন বন্ধের অনুরোধ করলেও সাধারণ শ্রমিকরা পাওনা না নিয়ে ঘরে ফিরবেন না বলে হুঁশিয়ারি দেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ২০২১ সালে করোনার দোহাই দিয়ে লেনি ফ্যাশনস কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন ও শ্রম আইন অনুযায়ী ২৬(১) ধারায় পাওনাদি পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয়। এরপর দিই, দিচ্ছি করে প্রায় চার বছর ধরে টালবাহানা করে যাচ্ছে কর্তৃপক্ষ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সকালে ডিইপিজেডের পুরনো জোনের বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে এসে বিক্ষোভকারীদের বাধায় ফিরে গেছেন। ফিরে যাওয়া এক শ্রমিক জানান, সকাল ৬টার দিকে গেটের সামনে যাওয়ার পর আন্দোলনকারীরা ভেতরে ঢুকতে দেননি, তাই বাসায় চলে গেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, পাওনা পরিশোধের বিষয়ে বেপজা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের আলোচনা হয়েছে। পরে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব পাওনা পরিশোধের আশ্বাস দেওয়ায় শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেছেন। শ্রমিকরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>