<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার সূচকের উত্থান হয়েছে। টানা চার কার্যদিবস সূচকের পতনের পর তিন দিন ধরে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে পুঁজিবাজার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে কমেছে। একই সঙ্গে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১৯৯ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ৮.৬৮ পয়েন্ট বেড়ে ১১৪৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০.১৯ পয়েন্ট বেড়ে ১৯২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৯৭টি কম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২১২টি কম্পানির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির। ডিএসইতে এদিন মোট ৫৫৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫৮.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৭৭৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৯৪.২৩ পয়েন্ট বেড়ে ১৪৪৪২ পয়েন্টে, শরিয়া সূচক ৩.৪২ পয়েন্ট বেড়ে ৯২৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬.৪৩ পয়েন্ট কমে ১২০১৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২০৮ কম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৩৩টি কম্পানির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত আছে ১৬টির।</span></span></span></span></p>