<p>পাকিস্তানের ইসলামাবাদে তিন দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ইসলামাবাদের রেড জোনে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের এক দিন পর স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে দলটির শীর্ষ পর্যায় থেকে এই ঘোষণা দেওয়া হয়।</p> <p>পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেল গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সরকারের বর্বরতা এবং নিরস্ত্র নাগরিকদের জন্য রাজধানীকে কসাইখানায় পরিণত করার পরিকল্পনার কথা মাথায় রেখে আমরা আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিচ্ছি।’</p> <p>সাবেক ক্ষমতাসীন দলটি বলেছে, তারা দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে। এই আন্দোলনে পিটিআইয়ের এক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দলটি দাবি করেছে।</p> <p>২৪ নভেম্বর ইসলামাবাদে পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। দলটির একজন মুখপাত্র বলেন, বিক্ষোভে এ পর্যন্ত সাতজন নিহত হওয়ার বিস্তারিত তথ্য এসেছে। নিহতরা হলেন আনিস শেহজাদ সাত্তি, মালিক মুবিন আওরঙ্গজেব, আবদুল কাদির, মালিক সফদার আলী, আহমেদ ওয়ালি, মুহাম্মাদ ইলিয়াস ও আবদুল রশিদ।</p> <p>সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির রাজনৈতিক এবং  প্রধান কমিটিগুলো বিক্ষোভ ও পরবর্তী সময়ে নাগরিকদের ওপর সরকারের বর্বরতার ঘটনাগুলো বিশ্লেষণ করছে। পরে এসব বিশ্লেষণ ইমরান খানের কাছে উপস্থাপন করা হবে।</p> <p>কারাবন্দি ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ ও সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে ডি-চকে সমাবেশের ডাক দেয় পিটিআই। সংবিধানের এই সংশোধনীর মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষমতা পার্লামেন্টের হাতে অর্পণ করা হয়।</p> <p>পিটিআইয়ের এই কর্মসূচিকে ‘চূড়ান্ত ডাক’ অভিহিত করে দলীয় সব নেতাকর্মীকে তাতে অংশ নেওয়ার আহ্বান জানান ইমরান খান। কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকা থেকে গত রবিবার ইসলামাবাদ অভিমুখে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করেন নেতাকর্মীরা। এই গাড়িবহরে ছিলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। এই সমাবেশ ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজধানী ইসলামাবাদ। সমাবেশে যাওয়ার পথে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে পিটিআই নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত সাতজন নিহত হয়। স্থানীয় সময় গত মঙ্গলবার মধ্যরাতে বিক্ষোভকারীদের ওপর চড়াও হন পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে সেনা মোতায়েন করা হয়।</p> <p>এদিকে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গত মঙ্গলবার রেড জোনে ঢুকে পড়া পিটিআইয়ের নেতাকর্মীদের মধ্যে বুশরা বিবিও ছিলেন। রেড জোনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের মুখে বিক্ষোভস্থল থেকে সরে যান বুশরা বিবি। মূলত এর পর থেকেই তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বুশরা ‘অপহরণের’ শিকার হয়ে থাকতে পারেন বলে সন্দেহ করেছেন তার বোন মরিয়ম রিয়াজ।</p> <p>অন্যদিকে অবিলম্বে ইমরান খানের মুক্তিসহ আরো দুই দাবিতে চলমান ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচি হঠাৎ প্রত্যাহার করে নেওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অনেক নেতাকর্মীর মধ্যে। দলের এই সিদ্ধান্তে অনেকে হতাশাও প্রকাশ করেছেন। পাকিস্তানের সাবেক সাংবাদিক এবং বর্তমানে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা শওকত আলী ইউসুফজাই গতকাল জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দলের এই অবস্থা তুলে ধরে বলেছেন, বিক্ষোভ কর্মসূচিতে পিটিআইয়ের হাইকমান্ড দলকে যথাযথভাবে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে।</p> <p>জিও টিভিকে শওকত ইউসুফজাই বলেন, বিক্ষোভ কর্মসূচিতে আলী আমিন গন্ডাপুর সেভাবে আর কোনো জ্যেষ্ঠ নেতার উপস্থিতি দেখা যায়নি। তিনি আরো বলেন, বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য হাইকমান্ডের কোনো পরিকল্পনা রয়েছে এমনও মনে হয়নি তার।</p> <p>এদিকে পিটিআইয়ের বিক্ষোভ এখনো চলছে বলে গতকাল এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন খাইবারপাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী গন্ডাপুর। তিনি বলেছেন, বিক্ষোভ বন্ধ করার ক্ষমতা কেবল ইমরান খানের রয়েছে। অন্যদিকে পিটিআইয়ের বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণার পর স্বাভাবিক হচ্ছে ইসলামাবাদ ও পাঞ্জাবের পরিস্থিতি। সূত্র : ডন, জিও নিউজ</p> <p> </p> <p> </p>