<p>আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস-২০২৪’-এর জন্য মনোনীতদের তালিকা ঘোষণ করেছে। ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কারটি মূলত ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে বছরের সেরা ফুটবলার, গোলরক্ষক, কোচ এবং গোলদাতাদের সম্মান জানানোর প্রক্রিয়া। </p> <p>এবারের আসরে সমর্থকরা বিজয়ী নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফিফা ডট কম-এ এবার বিভিন্ন পুরস্কার ক্যাটাগরিতে ভোট দেওয়া গেছে। বেস্ট ফিফা মেনস প্লেয়ার, বেস্ট ফিফা উইমেনস প্লেয়ার, বেস্ট ফিফা মেনস কোচ, বেস্ট ফিফা উইমেনস কোচ, বেস্ট ফিফা মেনস গোলকিপার এবং বেস্ট ফিফা উইমেনস গোলকিপার পুরস্কারগুলোতে সমর্থকদের ভোট, জাতীয় দলের বর্তমান অধিনায়ক ও কোচ এবং মিডিয়া প্রতিনিধিদের ভোটের সমান মূল্যমান থাকবে।</p> <p>এছাড়া ‘ফিফা ফ্যান অ্যাওয়ার্ড’-এর বিজয়ী একমাত্র সমর্থকদের ভোটের মাধ্যমে নির্ধারিত হবে, আর ‘ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ বিজয়ী নির্বাচিত করবেন বিশেষজ্ঞদের একটি প্যানেল। নতুন ‘মার্তা অ্যাওয়ার্ড’ এবং ‘ফিফা পুসকাস অ্যাওয়ার্ড’-এর বিজয়ী নির্বাচন করা হবে সমর্থকদের ভোট এবং ফিফা লেজেন্ডস প্যানেলের যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে। যেখানে দুই পক্ষের ভোটের মান সমান থাকবে।  </p> <p>এই বছরের ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসে ভোটিং প্রক্রিয়ায় সবচেয়ে বড় নতুনত্ব হলো, সমর্থকরা প্রথমবারের মতো ‘দ্য বেস্ট ফিফা মেনস ইলেভেন’ এবং ‘দ্য বেস্ট ফিফা উইমেনস ইলেভেন’ বেছে নেওয়ার সুযোগ পাবেন। সমর্থকরা ৭৭ জন মনোনীত খেলোয়াড় (২২ জন ডিফেন্ডার, ২২ জন মিডফিল্ডার, ২২ জন ফরোয়ার্ড এবং ১১ জন গোলকিপার)-এর তালিকা থেকে খেলোয়াড় নির্বাচন করে নির্দিষ্ট ট্যাকটিকাল ফরমেশনে তাদের দল গঠন করতে পারবেন। সমর্থকদের ভোট এবং বিশেষজ্ঞ প্যানেলের ভোটের মান সমানই থাকবে।  </p> <p>এছাড়া পরিবর্তন আনা হয়েছে ‘ফিফা পুসকাস অ্যাওয়ার্ড’-এ। পুরুষদের ফুটবলে সেরা গোলের পুরস্কারটি যেকোনো চ্যাম্পিয়নশিপ বা ঘরোয়া ফুটবল থেকে নির্বাচিত হতে পারবে। নতুনভাবে ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তার নামে দেওয়া হবে ‘ফিফা মার্তা অ্যাওয়ার্ড’। নারীদের সেরা গোলকে সম্মান জানাতে এ পুরস্কারটি দেওয়া হচ্ছে এবারে। </p> <p>‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস ২০২৪ আজ রাতে কাতারের দোহা থেকে সরাসরি সম্প্রচারিত একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে।</p>