<p>বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে পলিথিন ও প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহারের কুফলবিষয়ক সচেতনতাসভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে এ সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।</p> <p>পলিথিন ও প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহারের কুফলবিষয়ক সচেতনতাসভায় বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ যেকোনো ধরনের দুর্যোগে মানুষের পাশে সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। পাশাপাশি তাদের সবগুলো সামাজিক কর্মকাণ্ড দেশের সর্বমহলে প্রশংসিত। পর্যায়ক্রমে উপজেলার সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে যদি পলিথিনের কুফলবিষয়ক সচেতনতাসভার আয়োজন করা যায়, তাহলে নতুন প্রজন্ম আরো বেশি সচেতন হবেন।</p> <figure class="image" style="float:left"><img alt="বসুন্ধরা" height="381" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Nahid/Untitled-13a (1).jpg" width="635" /> <figcaption>কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সঠিক উত্তরদাতা ১০ জন শিক্ষার্থীকে<br /> পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। ছবি : কালের কণ্ঠ</figcaption> </figure> <p>আলোচনাসভা শেষে পলিথিনের বিভিন্ন ক্ষতিকর কুফলবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সঠিক উত্তরদাতা ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।</p> <p>দৈনিক কালের কণ্ঠ সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নানের সভাপতিত্বে ও বসুন্ধরা শুভসংঘ সোনাগাজী উপজেলা সভাপতি মাস্টার বিল্লাল হোসেনের সঞ্চালনায় পলিথিন ও প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহারের কুফলবিষয়ক সচেতনতাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, সোনাগাজী প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন। এতে বক্তব্য দেন সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র মজুমদার, শুভসংঘ সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক মো. শাহিদ ফরিদ, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মজিবুর হক, সিনিয়র শিক্ষক নূর মোহাম্মদ, বিটুবি রানী গুহ, ফাতেমা খাতুন, সাংবাদিক হাবিবুল ইসলাম রিয়াদ ও আলমগীর হোসেন।</p>