<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারীদের ক্রীড়াঙ্গনে উৎসাহী ও ক্ষমতায়নের লক্ষ্যে পিরোজপুরের স্বরূপকাঠিতে কিশোরীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ। নারায়ণগঞ্জে গরিব ও অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-3-2024-11-04-14a.jpg" style="float:left" width="300" />স্বরূপকাঠি</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (পিরোজপুর) : নারীদের ক্রীড়াঙ্গনে উৎসাহী ও ক্ষমতায়নের লক্ষ্যে পিরোজপুরের স্বরূপকাঠিতে কিশোরীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ। গতকাল রবিবার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে নারী ফুটবল একাডেমির কিশোরীরা অংশ নেয়। বিশিষ্ট ক্রীড়াবিদ ও ফুটবল কোচ নাসির আহম্মেদ রফিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত কিশোরীদের নিয়ে এই ফুটবল একাডেমি তৈরি করেছেন। ওই একাডেমির ৩০ জন কিশোরী </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লাল দল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ও </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হলুদ দল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামে দুটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ ইউএনও মনিরুজ্জামান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শুভসংঘের সহসভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা রানী হালদার, সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম তালুকদার, শিক্ষক এমাম সিকদার, কালের কণ্ঠ প্রতিনিধি হযরত আলী হিরু ও ফুটবল কোচ মো. নাসির আহম্মেদ রফিক। খেলায় </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হলুদ দল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ২-১ গোলে বিজয়ী হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গরিব ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন বসুন্ধরা শুভসংঘের নারায়ণগঞ্জের সদস্যরা। গতকাল রবিবার সকাল ৮টায় চাষাঢ়ায় অর্ধশতাধিক দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুভসংঘের সদস্যরা জানান, গরিব দুস্থ ও অসহায়দের সেবা প্রদানের লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের প্রতিটি জেলায় বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। অসহায়দের পাশে দাঁড়াতে তাঁরা সব সময় সাধ্যমতো চেষ্টা করে থাকেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট এমএসএ মনির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, পরিকল্পনাবিষয়ক সম্পাদক মেহেদী মঞ্জুর বকুল, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক এস এম রাসেল ও দীপ বাপ্পি, সদস্য ফয়সাল আহমেদ, প্রদীপ দাস, নিউজ টোয়েন্টিফোরের নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমন, বাংলাদেশ প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ ও কালের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু এ সময় উপস্থিত ছিলেন।</span></span></span></span></p>